শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, মার্চ ২৯, ২০২৩
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুল আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) সোমবার ২৭ মার্চ রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ২৮ মার্চ বাদ জোহর আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে দেয়ানা কৃষি কলেজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ মাহফুজুল আলম সুমনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।