সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মঙ্গলবার রাতে খুলনা আসছেন

প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে মঙ্গলবার রাতে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৪ ডিসেম্বর বিকাল চারটায় খুলনার দৌলতপুর এ্যাডামসে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় যোগদান করবেন।

তিনি ১৫ ডিসেম্বর বিকাল তিনটায় খুলনা শ্রম ভবনে নির্মিত জাতির পিতার ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সাড়ে তিনটায় শ্রম ভবনের সম্মেলনকক্ষে রপ্তানিমূখী শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের সামাজিক সুরক্ষা বাস্তবায়ন নীতিমালা-২০২২ এর আলোকে উপকারভোগীর তথ্য আপলোড বিষয়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতাধীন খুলনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী সন্ধ্যা সাতটায় দৌলতপুর মধ্যডাঙ্গা রেনেসা ক্লাব আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণ ও লালনগীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনার গল্লামারী শহিদ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ করবেন। তিনি সকাল নয়টায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে যোগদান, সকাল সাড়ে ১০টায় দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে, বিকাল তিনটায় খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে যোগদান এবং সন্ধ্যা ছয়টায় নগরীর শহিদ হাদিস পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন