সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সভাপতি মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবীর, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মিলন হোসেন, জাহিদুল ইসলাম, ইউনিয়নের সদস্য ওয়াহেদ উজ-জামান বুলু, এসএম কামাল হোসেন, দেবনাথ রনোজিত কুমার, সুনীল দাস, তিতাস চক্রবর্তী, অভিজিৎ পাল, আল মাহমুদ প্রিন্স, প্রবীর বিশ্বাস, আছাফুর রহমান কাজল, পলাশ দত্ত, এম আব্দুল্লাহ, সাগর সরকার, তুফান গাইন এবং কর্মরত সাংবাদিক শশংক স্বর্ণকার, মাহফুজুল আলম সুমন, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল আলম, মোঃ মেহেদী হাসান, গোলাম রসুল, আরিফুর রহমান, মনোজ বিশ্বাস, জিলহজ হাওলাদার, এম রোমানিয়া, শামীম ইসলাম রিদয়, পলাশ চন্দ্র ঢালী, বিধান বিশ্বাস, দেবাশীষ রায় প্রমুখ।
এর আগে দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।