সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বেগম রাজিয়া নাসের ছিলেন একজন সাহসী ও মহিয়সী নারী: সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: শনিবার, নভেম্বর ১৯, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য ও জেলা আওয়ামীলীগের সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বেগম রাজিয়া নাসের ছিলেন একজন সাহসী ও মহিয়সী নারী। দলের ক্রান্তিকালে বাড়িতে বসে তিনি নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করে সাহস জুগিয়েছিলেন।

বেগম রাজিয়া নাসের সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী নারী ছিলেন বলেই দলের দুর্দিনে দলকে শক্তিশালী করে ধরে রেখেছেন।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট জাতির পিতার সাথে স্বামী শহীদ আবু নাসেরকে হত্যা করা হয়। হত‍্যার পর রাজিয়া নাসের তিনি ছোট ছোট সন্তানদের নিয়ে অসহায় ও দিশেহারা হয়ে পড়েন। অসীম সাহস ও মনোবল নিয়ে তিনি সন্তানদের নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে বেড়িয়েছেন। দলের জন‍্য নিবেদিত একজন মানুষ ছিলেন তিনি। তারই যোগ্য সন্তানরা আজ দেশ সেবায় নিয়োজিত রয়েছেন।
মহীয়সী এই নারীর আদর্শকে ধারণ করে নারীদেরকে পথ চলার আহবান জানান।

শুক্রবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস‍্য ফ ম আ:সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউ পি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, ফ ম আলাউদ্দিন মাহমুদ, সৈয়দ মোরশেদুল আলম বাবু,জনাব আলী শেখ, ইমদাদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ফারহানা আফরোজ মনা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান মো:জাহাঙ্গির শেখ, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,মো: ইসহাক সরদার, মোস্তাফিজুর রহমান মোস্তাক,মনিরুজ্জামান মনি,বিনয় হালদার, আকতার ফারুক, আ:গফুর খান, মোল্লা মনির হোসেন, রিনা পারভীন, বাছিতুল হাবিব প্রিন্স, ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মাওলানা আ:রাজ্জাক রাজা,স ম জাহাঙ্গীর, তেরখাদা
উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস‍্য এফ এম মফিজুর রহমান,
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, স্বেচ্ছাসেবকলীগের
মো:মঈন উদ্দীন, রুহুল আমিন রবি, রাজিব দাস, কৃষকলীগের সভাপতি আ:মান্নান শেখ, সাধারণ সম্পাদক আরমান মিয়া,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আনিচুর রহমান, আজমল ফকির, হামিদ খান ভাসানী,
মো:ইলিয়াজ শেখ,ইউপি সদস‍্য নজরুল ইসলাম, ইনতাজ মোল্লা, আসাবুর রহমান, শিরিনা আকতার, রাবেয়া খাতুন, প্রশান্ত দে, যুবলীগের হারুন মোল্লা, সাইদুর রহমান সগীর, বাদশা মিয়া, জসিম সরদার, সুব্রত বাগচী, আশিষ রায়, খান ফরহাদুজ্জামান সুমন, নাজির শেখ,মামুন শেখ, তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, খায়রুজ্জামান সজল, শফিকুর রহমান ইমন, হায়দার আলী,
আনিচুর রহমান, আমজাদ মোল্লা, আলামিন শেখ, ইউসুফ শেখ, শামীম হাসান, শেখ শিমুল,ছাত্রলীগনেতা আরিফুর রহমান কাজল, শেখ রিয়াজ, নাজমুল হুদা অঞ্জন, শেখ রাসেল, তরিকুল ইসলাম প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক অহিদুজ্জামান।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন