সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই প্রথম তাদের অধিত বিদ্যায় হাতে কলমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহায়তায় সেরিগ্রাফির প্রশিক্ষণ পেল। ‘আর্ট, আর্টিস্ট এবং ক্রিয়েশন’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে ওয়াটার এন্ড রিডিউসার বেজড সেরিগ্রাফির উপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্বভারতীর খ্যাতনামা শিল্প শিক্ষক জয়ন্ত নস্কর রিসোর্স পার্সন হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ের কলাকৌশল রপ্ত করান। মোট ৩৯জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে হাতে কলমে অংশগ্রহণ করেন। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ উপলক্ষে তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ওয়াটার এন্ড রিডিউসার বেজড সেরিগ্রাফির উপর এ প্রশিক্ষণটি অত্যন্ত জরুরী ছিলো। বিশ্বভারতীর সনামধন্য শিক্ষক জয়ন্ত নস্করের নিকট থেকে এ বিষয়ে লব্ধ জ্ঞান ডিসিপ্লিনের কোর্স কারিকুলায় অন্তর্ভুক্তি এবং তা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে তৈরি করা সম্ভব হবে। তিনি এজন্য বিশ্বভারতীর রিসোর্স পার্সনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন প্রিন্টমেকিং এ অধিত বিষয়াবলীর মধ্যে সেরিগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানে আমাদের ঘাটতি ছিলো যা অনেকটা পূর্ণ হলো। আমাদের শিল্প শিক্ষার্থীরা এখন থেকে এ বিষয়ে জ্ঞান লাভ করে পেশাগত জীবনে কাজে লাগাতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী জয়ন্ত নস্কর। অল্প সময়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে সেরিগ্রাফির উপর যে কাজ করেছে এবং তাদের মেধার তিনি প্রশংসা করেন। তিনি চারুকলা স্কুলের ডিন ও প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধানের পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির আন্তরিক প্রচেষ্টাকে দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নাদিমুদ্দৌলা। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস এবং মাস্টার্সের শিক্ষার্থী পলি বসু। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।