সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, নভেম্বর ১১, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষ্যে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-২ থেকে আনন্দ মিছিল শুরু করে দৌলতপুরস্থ দেয়ানা পাখির মোড় হয়ে ক্যাম্পাস-১ এর চেতনায় মুজিব প্রাঙ্গণে এসে মশেষ হয়।
আনন্দ মিছিলে বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এম এম তানসেনুল ইসলাম, সহ-সভাপতি পিয়াল রায়, তন্ময় বসু, রুহুল কুদ্দুস রেজা, তাসনীম পারভীন জিসা ও হাসিবুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিরুল হক শিলং ও দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন অর্পা, রুমন আলী, মেহেদী হাসান সুমন, নিদূয়া আহমেদসহ বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।