বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি ও তার সহধর্মিণীকে কেএমপি’র পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান

প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নৌ পুলিশের অতিরিক্ত আইজিপিকে কেএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার কর্তৃক ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একইসাথে অতিরিক্ত আইজিপির সফরসঙ্গী তার সহধর্মিণীকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর ০৩:০৫ ঘটিকায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো: শফিকুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম এঁর খুলনা মহানগরীতে আগমন উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন কেএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা। অতিরিক্ত আইজিপির সফরসঙ্গী তার সহধর্মিণীকে ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা তাসলিমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন সহ খুলনা রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন