সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নাটাব খুলনার আয়োজনে যক্ষা রোগী সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: সোমবার, মে ২৯, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব খুলনার আয়োজনে যক্ষা রোগী সনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা সোমবার বেলা সাড়ে ১১টায় ডায়াবেটিস সমিতি খুলনার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার শাহানা রাজ্জাক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা সিভিল সার্জন কার্যালয়ের ডিএসএম ও ডাক্তার সুদীপ্ত সরকার, ব্রাক খুলনার এরিয়া সুপারভাইজার সুব্রত কুমার বিশ্বাস।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটাব খুলনার এফ এল এস তরুণ কুমার বিশ্বাস।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, যক্ষা রোগ নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হসপিটাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যেখানে টিভি স্ক্রিনিং সেন্টার আছে এখন থেকে সে সকল স্থানে যক্ষা রোগ নির্ণয়ে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হচ্ছে। এছাড়া শিশু দের যক্ষা রোগ নির্ণয় ও ফুসফুস বহির্ভূত যক্ষা রোগীদের টেস্টের জন্য প্রেরণ করার জন্য সকল সাংবাদিকদের অবহিত করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন