বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দ্বীনি পরিবার ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ শনিবার সকাল ১০ ঘটিকায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহলে ( ভুই পাড়ায়) অবস্থিত দ্বীনি পরিবার ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা-র উদ্যোগে বর্ণাঢ্য বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার নূরানী তালিমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস এবং সেনহাটি যাকারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম। জি এম মোস্তাকিম বিল্লাহ (রাসেল) এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রানচঞ্চলতা পায়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, গজল, ইংরেজি কাব্য পরিবেশন উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকদের মুগ্ধ করে। এই ক্যাডেট মাদ্রাসার সার্বিক পরিচিতি ও সাফল্য তুলে ধরেন কমিটির উপদেষ্টা এবং পরিচালক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আদর্শ ও নৈতিক প্রজন্ম গঠনে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় জরুরি। দ্বীনি পরিবার ক্যাডেট মাদ্রাসাটি সেই গুরুদায়িত্ব পালন করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত।” তিনি প্রতিষ্ঠানটির ডিজিটাল শিক্ষা পদ্ধতি, সিসিটিভি ক্যামেরা, Electronic attendance system এবং সকল কার্যক্রম Computerized system দেখে ভূয়সী প্রশংসা করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন