বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পৃথক দুটি প্রতিনিধি দল রংপুরে তিস্তা ইউনিভার্সিটি এবং ঢাকায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস পরিদর্শন করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিস্তা ইউনিভার্সিটি’র অস্থায়ী ক্যাম্পাস এবং স্থায়ী ক্যাম্পাসের ভূমি পরিদর্শন করে কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন- এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মুহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া এবং সহকারী পরিচালক বিএম সোহেল রানা প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় প্রফেসর আনোয়ার হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু এবং শিক্ষার গুণগতমান উন্নয়নের তাগিদ দেন।
তিনি তিস্তা ইউনিভার্সিটির শিক্ষার গুণগতমান নিশ্চিত করা, গবেষণা পরিচালনা, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধন ও বুলিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর সঞ্জীব কুমার সাহা, রেজিস্টার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. শাহ এমরান- এর নেতৃত্বে ইউজিসি’র একটি প্রতিনিধি দল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস পরিদর্শন করে।
প্রতিনিধি দল ‘আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ অনুসারে তৈরিকৃত ব্যাচেলর অব ফার্মেসি প্রোগাম অনুমোদন এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা পর্যবেক্ষণ করে।
এ সময় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপপরিচালক নাসিমা আক্তার খাতুন এবং সিনিয়র সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা পর্যবেক্ষণসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও শিক্ষকদের সাথে প্রোগ্রাম পরিচালনা ও শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করে।