সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এদিন ১২টা ৫০ মিনিটে প্রধান বিচারপতিসহ তিনজনের বেঞ্চ বসে। শুরুতেই আদালতের ডায়াসে আসেন মৃধার আইনজীবী সাঈদ আহমেদ রাজা। এরপর আদেশ ঘোষণা করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।