মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জাতির পিতার সমাধি সৌধে তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হয়ে শ্রদ্ধানিবেদন করলেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী

প্রকাশিত: শনিবার, জানুয়ারী ২০, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে তৃতীয় বারের মতো খুলনা-৪ আসনের এমপি নির্বাচিত হয়ে শনিবার শ্রদ্ধানিবেদন করলেন আব্দুস সালাম মূর্শেদী এমপি।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তৃতীয় বারের মতো খুলনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মূর্শেদী। শনিবার (২০ শনিবার) সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধানিবেদন করেন।

শ্রদ্ধানিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বপরিবারে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এরপর সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন