সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শুক্রবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শাখা ছাত্রলীগের প্রথম কমিটির সভাপতি এসএম তানসেনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শুক্রবার এই ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শাখা ছাত্রলীগের প্রথম কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এসএম তানসেনুল ইসলামকে সভাপতি এবং বিশ্বজিৎ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
কমিটির ছয়জন সহ-সভাপতি হলেন পিয়াল রায়, তন্ময় বসু, রুহুল কুদ্দুস রেজা, পার্থ প্রতিম বর্মণ, তাসনীম পারভীন জিসা ও হাসিবুর রহমান হৃদয়।
যুগ্ম সাধারণ সম্পাদক দুজন হলেন মাহিরুল হক শিলং ও দেবাশীষ সরকার। সাংগঠনিক সম্পাদক ছয়জন হলেন সাদিয়া আফরিন অর্পা, রুমন আলী, মেহেদী হাসান সুমন, ফয়সাল মিয়া, নিদূয়া আহমেদ ও সাজ্জাদ হোসেন।