মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শুক্রবার, জানুয়ারী ৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ বলেছেন, আমরা অতীতের পর্যায়ে, তোমরা ভবিষ্যৎ। অতীতের চেয়ে ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। গভীরভাবে মনোনিবেশ করবে, সুশিক্ষা গ্রহণ করবে। জাতির জন্য সুনাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করে তুলবে।
তিনি বলেন, তোমরা ভালো করলে বাংলাদেশ ভালো করবে। আমাদের সবার প্রিয় বাংলাদেশের উন্নতি আমরা দেখতে চাই। তোমদের মাধ্যমেই এই বাংলাদেশ একদিন সোনার বাংলা হবে, সেই প্রত্যাশাই করি।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে খুলনার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ হাইস্কুলের ৮৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ‘যোসেফিয়ান ডে-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে স্মৃতিচারণ করেন।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে স্কুল প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান ছাত্ররা উপস্থিত ছিলেন।