সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: শনিবার, নভেম্বর ২, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিকদের অধিকার যে ভাবে খর্ব করা হচ্ছে ইসলামী শ্রমনীতি ছাড়া এর প্রতিকার সম্ভব নয়।  ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নিকট জবাবদিহির অনুভূতি নিয়ে সবাইকে কাজ করতে হবে। এছাড়াও  কর্মস্থলে আহত বা নিহত হলে শ্রমিকদের পরিবারকে এককালিন নির্দিষ্ট পরিমাণে সহযোগিতা প্রদানের দাবি জানান এ শ্রমিক নেতা। শনিবার সকালে খুলনা মহানগরীর হরিণাটানা থানাধীন আরাফাত আবাসিক ইউনিটের শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরাফাত আবাসিক ইউনিট এর সভাপতি আব্দুর রশিদ মল্লিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শিহাব মির্জার পরিচালনায় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডা. সাইফুজ্জামান লাল্টু, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ,  জামায়াতে ইসলামী ১৮ নং ওয়ার্ডের আমীর মশিউর রহমান রমজান, ১৬ নং ওয়ার্ডের আমীর মু. ওহিদুল ইসলাম, আরাফাত আবাসিকের বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জাকিরুল ইসলাম, মু. মফিজুল ইসলাম মফিজ, মু. আরশাফ মুন্সী, মু. দেলোয়ার মৃধা, মু. মতিয়ার রহমান হাওলাদার, আবু বক্কার, জালাল উদ্দিন বিশ্বাস, জি. এম শেয়ের আলী, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুসহাদিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল বারেক, সোহেল আহমেদ, মো. আলাউদ্দিন, মারুফ হোসেন, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন মৃধা, জুয়েল,  হাফেজ তাজুল ইসলাম, মামুন, ফিরোজ হোসেন, আব্দুস সাত্তার, মতিয়ার রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। মামলা দেয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা সত্য কথা লিখলে তাদেরকে মামলা দেয়া হয়েছে, মামলার হুমকি দেয়া হয়েছে। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আর যারা পঙ্গু ও আহত হয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন তাদেরকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করুন। অবিলম্বে এ সব পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার জন্য সরকারের প্রতি তিনি আহবান জানান।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন