মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ রোটারী ক্লাব অব কসমোপলিটন খুলনা, রোটারি ক্লাব খুলনা মিডটাউন, রোটারী ক্লাব অব খুলনা তিলোত্তমা ও রোটারি ক্লাব সেভেন্টি ওয়ান খুলনার যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রোটারী শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ”বিজয়চিত্র” অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস, এম, নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান হোসেন খান, মহাসচিব, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন, ডা: গাজী মিজানুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ও কামরুল আহসান, সরকার কর্তৃক খুলনা জেলায় সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী হিসেবে বারবার পুরস্কৃত এবং বিশিষ্ট ব্যবসায়ী। অনুষ্ঠানের সভাপতি রোটারি ক্লাব অব খুলনা মিডটাউনের সভাপতি রোটাঃ খন্দকার মোঃ সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যর ভেতর উপস্থিত ছিলেন রোটাঃ পিপি. মোঃ নুরুল ইসলাম, ইভেন্ট সমন্বয়কারী রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস, রোটাঃ আসিরুজ্জামান খান মুরাদ, রোটাঃ মনজুরুল করিম হামিম, রোটাঃ সামছুল আরিফীন লিয়ন, রোটাঃ সফিকুল হোসেন শান্ত, রোটাঃ ফারহানা বিনতে হাসান কবিতা, রোটাঃ মফিজ আহমেদ মজুমদার, রোঃ রাসেল দেওয়ান, রোঃ শাহিনুর রেজা, রোঃ জহিরুল ইসলাম তপু প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বিজয়ের ৫১ বছর পরবর্তী উন্নত বাংলাদেশ তৈরীতে শিশুদের মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পরামর্শ দেন।