বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খুলনায় Clean Up-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: রবিবার, জানুয়ারী ১১, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনাভিত্তিক পরিবেশ ও জলবায়ু সচেতনতা সংগঠন Clean Up Youth Climate Action–এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২৬ সালের নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান ওয়ান্ডারল্যান্ড পার্ক, খালিশপুর, খুলনা-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৬ সালের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন শাহিনা খাতুন, সিনিয়র শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সালমা জাহান, নারী কণ্ঠস্বর ও খুলনা নাগরিক সমাজের সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আম্বিয়া আক্তার আফরিন।
২০২৬ সালের জন্য Clean Up Youth Climate Action-এর নতুন কমিটি সমন্বয়কারী
এম. এন. নীলা,সহকারী সমন্বয়কারী (পুরুষ), রঞ্জিত কুণ্ডু, সহকারী সমন্বয়কারী (নারী) হালিমাতুস সাদিয়া,পরিবেশ ও জলবায়ু সমন্বয়কারী এস. এম. শাহিন শিরাজ, লজিস্টিকস সমন্বয়কারী মেহেদী হাসান তানিম, আইটি ও মিডিয়া সমন্বয়কারী তানভীর আলম স্বপন, ইভেন্ট ম্যানেজমেন্ট সমন্বয়কারী প্রীতম কর্মকার,সদস্যবৃন্দ এম. এন. ইলা,
স্বপ্না।
আরো উপস্থিত ছিলেন-এস. কে. রানা আহমেদ,শাহজাহান
খান আব্দুল্লাহ নূর,প্রান্ত মণ্ডল,গালিব, নূর,আশিক, মোঃ ওসমান গণি,মেফতাহুল জান্নাত,সুমনা রায় চৌধুরী, রেহাংসী কুণ্ডু,আশিকুর রহমান,আরিয়ান,ওম, মোঃ রিপন,আব্দুর রহমান,মোঃ শুভ।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নগর দূষণ ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, খুলনাসহ উপকূলীয় শহরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে তরুণদের সংগঠিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত নেতৃত্ব পরিবেশবান্ধব, প্লাস্টিকমুক্ত ও সচেতন খুলনা গড়তে আরও কার্যকর ও শক্তিশালী কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন