মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খুলনা সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার, জানুয়ারী ৭, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের থেকে বিভিন্ন পরামর্শ এবং কলেজের ভিজিলেন্স টিমের পরামর্শ নেওয়া হয়। মত বিনিময় সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন অভিভাবকদের এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং অভিভাবকদের থেকেও বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডঃ সমির রঞ্জন সরকার, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুল জব্বার, শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ জালাল, ইতিহাস বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: শামসুজ্জামান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মমিন উদ্দিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। মত বিনিময় সভায় অধ্যক্ষ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে প্রতিমাসে এরকম একটি মতবিনিময় সভা, ক্লাস টেস্ট, কলেজের পর অতিরিক্ত ব্যাচের ব্যবস্থাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন, তা বাস্তবায়নের জন্য শিক্ষকদের নির্দেশ প্রদান করেন। সবশেষে অধ্যক্ষ এই শীতের সকালে সকল অভিভাবকদের মত বিনিময় সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন