বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, জানুয়ারী ১৪, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের কার্যনির্বাহী সভা রবিবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় খুলনা থানাধীন শান্তিধাম মোড় এলাকায় অবস্থিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের অফিস ভবনে অনুষ্ঠিত হয়। কেএমপি’র পুলিশ কমিশনার ও শ্যুটিং ক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সভায় সভাপতিত্ব করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আয়োজিত সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালামও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। কার্যনির্বাহী পরিষদের সভা ক্লাবের আর্থিক তহবিল বৃদ্ধি, ক্লাবের জন্য নতুন অফিস ঘর ভাড়া নেওয়া এবং নতুন শ্যূটিং রেঞ্জ চালু করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে ক্লাবের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) ইমদাদুল হক; সহকারি পুলিশ কমিশনার (খুলনা জোন) রুবাইয়াত সানজিদ হোসেন-সহ মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু-সহ খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের বিভিন্ন পদের গণ্যমান্য সদস্যবৃন্দ।