বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খুলনা প্রেসক্লাবের সদস্য গাজী মনিরের শ্বশুরের মৃত্যুতে শোক

প্রকাশিত: শনিবার, মে ৪, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এবং ইংরেজী দৈনিক দি ডেইলী সান এর খুলনা জেলা প্রতিনিধি গাজী মনিরুজ্জামানের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ গাজী (৮২) গতকাল ০৩ মে, শুক্রবার রাত ৯টায় স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ০৪ মে শনিবার বাদ যোহর স্থানীয় বড়দল শাহী জামে মসজিদ প্রfঙ্গণে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান ও পরে নামাজে জানাযা শেষে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মধ্যম বড়দল গ্রামের পারিবারিক কবরস্থানে দফন করা হয়।

এদিকে সাংবাদিক গাজী মনিরুজ্জামানের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন