সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১ম নির্বাচনে নীল দল কর্তৃক মনোনীত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে।
২৮ ডিসেম্বর বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন ২৬ ডিসেম্বর সোমবার ফলাফল ঘোষণা করেন।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম।
নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম -সম্পাদক (১) বিদ্যুৎ মাতুব্বর ; যুগ্ম -সম্পাদক (২) শাহীন ইমরান; কোষাধ্যক্ষ বাছির আহমদ; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কুন্ডু; সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য; মহিলা বিষয়ক সম্পাদক সুবর্না রানী কুন্ডু; সদস্য (১) রাকিবুল হাসান মো. রাব্বি; সদস্য (২) মো: হামিদুর রহমান; সদস্য (৩) নিগার আফসানা; সদস্য (৪) মো. হাবিবুর রহমান; সদস্য (৫) কারিমুন নেছা।
ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অধিষ্ঠিত করতে যুগপোযোগী সকল পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন