সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২
স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে প্রফেসর ড. এস এম ফিরোজ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর শেখ মাহমুদুল হাসান পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর শরীফ মোহাম্মদ খান পেয়েছেন ৯৩ ভোট। সহ-সভাপতি পদে প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল এবং প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. শিমুল দাস নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিতরা হলেন- প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, সহকারী অধ্যাপক ফাল্গুনী আক্তার, সহকারী অধ্যাপক মোঃ আশফিকুর রহমান, সহকারী অধ্যাপক রুমানা রহমান এবং প্রভাষক কে এম আব্দুল্লাহ আল-আমীন রাব্বি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে সকাল ১০.৩০ মিনিটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বেলা ১১.৩০ মিনিটে রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ভোট প্রদান করেন। নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ২৯৭ জন। ভোটগ্রহণের পর রাত ৮টা ১৫ মিনিটে গণনা শেষ হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির, প্রফেসর ড. খান মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. মণিশংকর মন্ডল এবং সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ।