সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ১২ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।
সভায় পাওয়ার পয়েন্টে গ্রুপ বীমা বিষয়ক তথ্য উপস্থাপন করেন সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী রেজিস্ট্রার সুশান্ত কুমার বসু। সভায় পরিষদের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন অর্থ সম্পাদক, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান লিপন, সহকারী পরিচালক বিমান সাহা, সেকশন অফিসার ব্রজেন্দ্রনাথ ম-ল। সভায় কল্যাণ তহবিল ব্যবহার নীতিমালা, কর্মকর্তাদের তথ্য ভা-ার দিয়ে স্যুভেনির প্রকাশ, গ্রুপ বীমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।