বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ কোনোটাই নিরাপদ নয়

প্রকাশিত: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ কোনোটাই নিরাপদ নয়। তারা আবারও ক্ষমতায় থাকলে দেশ থাকবে না, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল।

রকিবুল ইসলাম বকুল বলেন, এই অবৈধ সরকার জিয়া পরিবারকে ভয় পায়। এই পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়। এ জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে। আর যে মানুষটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৮ কোটি মানুষকে একত্রিত করেছেন সেই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আজ নির্বাসিত করা হয়েছে। কিন্তু এভাবে নির্যাতন করে, লুটপাট করে, অপকর্ম করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। তাদের দিন ফুরিয়ে আসছে। যতদিন না দেশে গণতন্ত্র ফিরে আসবে, খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমান এ দেশে ফিরে আসবেন, ততদিন কেউ রাজপথ ছাড়বেন না।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, রিয়াদ ইকবাল, রোকনুজ্জামান রোকন, নিজাম উদ্দিন রিপন, আকতারুজ্জামান আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রিয়াদ উর রহমান, হাসান আল আরিফসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম মুসা।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন