সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, মে ৫, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডে সুপেয় খাবার পানির নিরসনের জন্য সাবমারসিবল ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে ।
খুলনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেখ সালাউদ্দিন জুয়েল এর সৌজন্যে এবং খুলনা জেলা পরিষদের বাস্তবায়নে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু’র সহযোগিতায় ১৮ নং ওয়ার্ডের দারুল আমান মহল্লায় আলীর ক্লাব মোড়ে সুপেয় খাবার পানির নিরসনের জন্য ৪ মে শনিবার রাতে সাবমারসিবল এর শুভ উদ্বোধন করেন দারুস সালাম জামে মসজিদের সম্মানিত সভাপতি, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসাইন,১৮ নং ওয়ার্ড সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা সজল আহমেদ আলী, রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, দারুল আমান দারুস সালাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, হাজী তমিজ উদ্দিন সড়ক আলীর ক্লাব মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুদ্রাকর প্রেস এন্ড প্রিন্টিং এর এম ডি মোঃ আরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ ইফতেখারুল হক মেহেদী, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমেদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী হাওলাদার, আলহাজ্ব ডাক্তার হাফেজ মাওলানা ফয়সাল বিন ফরহাদ, মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ শিকদার, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবহান,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলর সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া করছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন এরাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি।