মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কুয়েটে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার, নভেম্বর ৬, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ফজলুল হক হল ও ড. এম. এ. রশীদ হলে “সবার আগে মানুষঃ নেতিবাচক ধারনা ও বৈষম্য থামান, মাদক প্রতিরোধ জোরদার করুন” শীর্ষক হল ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ নভেম্বর রবিবার রাতে হল দুটির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখা আলোচনা সভার আয়োজন করে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এবং ফজলুল হক হলের অনুষ্ঠানে প্রভোস্ট ড. মোঃ ইলিয়াস উদ্দিন ও বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান এবং  ড. এম. এ. রশীদ হলের অনুষ্ঠানে প্রভোস্ট প্রফেসর ড. পারভেজ আহম্মেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজা। অনুষ্ঠানসমূহে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন