মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, মার্চ ২৫, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ১৯৭১ সালের ২৫ মার্চ এর গণহত্যা দিবস স্মরণে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টায় আলোর মিছিল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দূর্বার বাংলা” এর পাদদেশে এসে শেষ হয়। আলোর মিছিলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।