সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “ক্যাম্পাস নেটওর্য়াক ডিজাইন” শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্স লার্নিং থিয়েটারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ, ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও কুয়েট এর সেন্ট্রাল কম্পিউটার সেন্টার এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।
উল্লেখ্য, ০৯ ডিসেম্বর শুক্রবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।