সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়েটে ইউজিসি আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সরাসরি প্রদর্শিত

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ “শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২” পালন উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্বিবিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক কমিশনের অডিটরিয়ামে আয়োজিত বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অডিটরিয়ামে সরাসরি প্রদর্শিত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সভাপতিত্ব করেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শহিদ পরিবারের পাঁচ সদস্য আরমা দত্ত এমপি, ডা. নূজহাত চৌধুরী, তানভীর হায়দার চৌধুরী, শমী কয়সার ও রোকাইয়া হাসিনা নিলী। আলোচনা সভায় ইউজিসির’র সাবেক চেয়ারম্যানবৃন্দ, ইউজিসির’র সদস্যবৃন্দ, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ উপস্থিত ছিলেন। কুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হয়। কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অডিটরিয়ামে সরাসরি প্রদর্শিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন