সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে- সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ দেশ পরিচালনার দায়িত্ব পাবে ।

তিনি বলেন, নির্বাচন এলে বাংলার মানুষকে ধোঁকা দেয়ার জন্য বিএনপির সহ বিভিন্ন দল দেশবিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয় । তাদের সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যের কোন বিকল্প নাই । বাংলাদেশে এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে । প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে । আর এই উন্নয়ন যাতে না হয় সে কারণেই বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে আগামী নির্বাচনে ।

তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে রূপসায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস সফল করার লক্ষ্যে রূপসা উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা ।
রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় জেলা আওয়ামী লীগ সদস্য ফ,ম আঃ সালাম, আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু, খান শাহাজাহান কবীর প্যারিস, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, সেলিম মোল্যা, প্রভাষক ওয়াহিদুজ্জামান, শ,ম জাহাঙ্গীর, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, বিনয় কৃষ্ণ হালদার, আরিফুজ্জামান লিটন, সরদার মিজানুর রহমান, মুনীর হোসেন মোল্যা, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আল মামুন সরকার, রবীন্দ্রনাথ বিশ্বাস, আসাদ শেখ, রিনা পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু, কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ, ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, আওয়ামী লীগ নেতা হূমায়ূন মোড়ল, মোঃ ফরিদ শেখ, যুব মহিলালীগ নেত্রী আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা, তাহিদ মোল্যা, জেলা যুবলীগ নেতা হারুন মোল্যা, সাইফুল ইসলাম, ব্রজেন দাস, মোঃ ফরিদ শেখ, যুবলীগ নেতা বাদশা মিয়া, কামরুজ্জামান সোহেল, সাইদুর রহমান ছগির, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, যুবলীগ নেতা সুব্রত বাকচী, সরদার জসীম উদ্দীন, শফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান হেলাল, আঃ করিম শেখ, জ্যাকি ইসলাম সজল, মারুফ খান, এহতেশামূল হক অপু, মহিউদ্দীন মানিক, কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা, সামসুল আলম বাবু, আবুল কালাম আজাদ মনি, নুর ইসলাম সরদার, আঃ জব্বার, মামুন শেখ, ছাত্রলীগ নেতা সাফিরুল ইসলাম হিমেল, আরিফুজ্জামান কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শেখ, রিয়াদ শেখ,আজিজুর রহমান, রিয়াজ শিকদার, দীপ, জনি প্রমূখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন