সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনায় খান জাহান আলী জুট ট্রেডার্সে আগুন লাগার পর থেকে পলাতক মালিক

প্রকাশিত: শনিবার, জানুয়ারী ৭, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর আড়ংঘাটা বকুলতলা এলাকায় শনিবার (৭ জানুয়ারি) দুপুরে পাটের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল ৪টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে পাট গুদাম খান জাহান আলী জুট ট্রেডার্সের মালিক শেখ সেলিম হোসেন পলাতক রয়েছেন। ঘটনার পর থেকে দমকল বিভাগের সাতটি ইউনিট কাজ করছে।
পাট গুদামের পার্শ্ববর্তী এলাকাবাসী অভিযোগ করে বলেন, গুদামের মালিক আগুন লাগিয়ে পালিয়েছে বীমার টাকার জন্য। আগেও দুইবার আগুন লাগিয়ে এই সুবিধা নিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। কিন্তু গোডাউন মালিক বা কোনো কর্মচারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করছেন আগুন লাগিয়ে মালিক শেখ সেলিম হোসেন পালিয়ে গেছেন। এর আগেও ২০১৭ ও ২০১৯সালে দুইবার এই গোডাউনে আগুন লাগিয়েছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন