সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, জানুয়ারী ৭, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।
গতকাল শুক্রবার উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সহজে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা পেয়েছে সিলেট। অন্যদিকে সাকিবের বরিশাল আজ খেলবে আসরের প্রথম ম্যাচ।
কাগজে-কলমে এবার বিপিএলের সেরা দল বরিশাল। গত আসরে ফাইনালে পা ফসকালেও এবার শ্রেষ্ঠত্ব মুকুট নিতে মরিয়া দলটি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই দেশি-বিদেশী তারকা সমৃদ্ধ দল গুছিয়েছে তারা।
সাকিব ছাড়াও দলটিতে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সম্প্রতি অলরাউন্ডার হিসেবে আত্মপ্রকাশ করা মেহেদী হাসান মিরাজ, ওপেনার এনামুল হক বিজয়, পেসার ইবাদত হোসেন ও খালেদ আহমেদ দলটির অন্যতম ভরসা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন রাহকিম কর্নওয়াল, ইফতেখার আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, করিম জানাত, ইবরাহীম জাদরান, নাভিন উল হক, কুশল পেরেরা, কেসরিক উইলিয়ামস, চতুরঙ্গা ডি সিলভা।