মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার পাচ্ছেন বিশেষ দায়িত্ব

প্রকাশিত: শনিবার, জানুয়ারী ৭, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে (কবির বিন আনোয়ারকে) অফিসে নিয়মিত বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন।

তিনি বলেন, তবে তাকে কী দায়িত্ব দেবেন আমি এখনো জানি না। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এতো তাড়াহুড়ো করার কিছু নেই।’

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই যৌথসভায়ও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে সদ্য বিদায় নেওয়া কবির বিন আনোয়ার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি প্রমুখ।। ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের যৌথসভায় যোগ দিয়েছেন তিনি।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

কবির বিন আনোয়ার ৩ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যান।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন