মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে- সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।

তিনি বলেন, শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে আর কোনো ভূমিহীন গৃহহীন থাকবে না। গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল এখন দেশবাসী ভোগ করছেন।

তিনি বলেন, শেখ হাসিনার সুষম উন্নয়নে অচিরেই বাংলাদেশ হবে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ।

তিনি সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে ভূমিহীন গৃহহীনদের ঘর নির্মানের জন্য চেক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রুপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাসনিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ঠিকাদার আজমল ফকির, ইলিয়াজ শেখ, আব্দুল হামিদ খান ভাসানীসহ অনেকেই।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সারাফাত হোসেন মুক্তি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, প্রধান শিক্ষক অনাদি কুমার মহান্ত, শিক্ষক মোঃ আল আমিন মোল্লা। পরে আব্দুস সালাম মূর্শেদী এমপি এর নিজস্ব অর্থায়নে ভূমিহীন ও গৃহীনদের বাসস্থান নির্মাণ কাজের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার,গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন