সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালানো আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে স্বীকার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব মহাপরিচালক।
তিনি বলেন, দুই জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা। আমাদের অভিযান চলছে।
জঙ্গি তৎপরতা যেমন আছে, আমাদের অভিযানও চলমান আছে। আমরা রাজনৈতিক অপশক্তি রুখতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হবে না।
সম্মেলনের নিরাপত্তা নিয়ে এম খুরশীদ হোসেন বলেন, সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করেছি।
বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল, প্যাট্রোলিং টিম, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। সম্মেলনে আগতদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই।