সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ১১ ডিসেম্বর (রবিবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী পুরাকীর্তি ও ঐতিহ্য স্থাপনা ডিজিটালি সংরক্ষণকারী প্রতিষ্ঠান সাইআর্ক ( Cyark ) এর প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্টের পরিচালক কেসি হাদিক ( Kacey Hadick )। তিনি উপাচার্যকে সাইআর্ক এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে এ অঞ্চলের পুরাকীর্তি ও ঐতিহ্য স্থাপনা ডিজিটালি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য এ উদ্যোগকে ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সাথে এ যৌথ উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর খো. মাহফুজ উদ দারাইনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯-১২ ডিসেম্বর থ্রিডি ডকুমেন্টেশন অব কালচারাল হেরিটেজ শীর্ষক ৪ দিনব্যাপী কর্মশালায় যোগ দিতে সাইআর্ক পরিচালক এবং প্রোডাকশন ম্যানেজার বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।