রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশিত: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। ০৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কারিকুলাম ডেভেলপমেন্টে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করে তারা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি কর্মক্ষেত্রেও সফলতা অর্জন সম্ভব হবে। তাই ভবিষ্যতেও অ্যালামনাইদের উদ্যোগে এ ধরনের চাকরিমেলা শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন কুআ জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহসান হাবীব। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে, আর ক্যারিয়ার বিষয়ক সেশনগুলো হচ্ছে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে। চাকরি মেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এ আয়োজন তাদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করেছে।
স্টল ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা সেশনে অংশ নিচ্ছেন। দেশের খ্যাতনামা আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এসব সেশনে দিকনির্দেশনা দিচ্ছেন।
এ মেলায় অংশ নিয়েছে ৩০টিরও বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠানও অংশ নিয়েছে।
কুআ কর্তৃপক্ষ জানায়, প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক কোম্পানির সঙ্গে পরিচিত হতে পারছে। অনেকে সরাসরি নিয়োগ পাচ্ছেন, আবার অনেকে সিভি জমা দিয়ে পরবর্তী ধাপে ডাক পাবেন। একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট সেশন শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য আরও প্রস্তুত করে তুলছে।