শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার সংগঠক নাগরিক নেতা সমাজসেবক এস এম দেলোয়ার হোসেনের পিতা মোঃ হায়াত উল্লাহ সরদার (৯৬) দাফন সম্পন্ন। রবিবার সকাল দশটায় নগরীর সোনাডাঙ্গাস্হ এম এ বারি সড়কে আলীর ক্লাব মোড়ে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি,১৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ মশিউর রহমান রমজান। জানাজার নামাজে ইমামতি করেন রিয়াদুল জান্নাহ্ হিফয্ মাদরাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আনোয়ার হোসাইন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান, উন্নয়ন সংগঠক শেখ মফিদুল ইসলাম, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম,১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান হাওলাদার,২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল কুদ্দুস, বাইতুল মেরাজ জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কবির হোসেন, খুলনা বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, খুলনা কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সভাপতি আব্দুর রব মাস্টার, ধান চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, সোনালী ব্যাংকের এসপি ও আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৮ ওয়ার্ডের সভাপতি হাফেজ মাওলানা আব্দুস শুকুর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, মোঃ সফিকুল ইসলাম গাজী, মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী ব্যাংকের ভিপি মোঃ নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, মোঃ বোরহান উদ্দিন, মোঃ আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস বি ফুডের মালিক মোঃ শাহাআলম, এস এম ফুডের মালিক মোঃ মাসুদ, নাঈম ফুডের মালিক মোঃ উজ্জ্বল,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এলাকাবাসী সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরোও উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই বড়ো বাজারের ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ, মরহুমের বড় ছেলে এস এম দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ কবির হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ মনির হোসেন অয়ন, মোঃ জামাল হোসেন, এবং একমাত্র জামাতা মোঃ দেলোয়ার হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার নগরীর সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে মরহুমের ৬ ছেলে এক মেয়ে জামাতা নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।