সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে ৯ দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় আছে: নর্থ কোরিয়া, এল সালভেদর, গুয়েতেমালা, গিনি, ইরান, মালি, ফিলিপিন্স, রাশিয়া এবং চীন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ (ওএফএসি) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও মানবাধিকার দিবসের প্রাক্কালে এ সিদ্ধান্ত জানিয়েছে। এ তালিকায় বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: চলতি বছর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পশ্চিম বলকান, বেলারুশ, গুয়েতেমালা, রাশিয়া, বার্মা এবং ইরান রয়েছে। যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি বজায় রাখতে বদ্ধপরিকর।
ওএফএসি’র নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা ও বর্ডার গার্ড বিষয়ক মন্ত্রণালয় ও একাধিক ব্যক্তি। দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এল সালভেদর সরকারের দুই শীর্ষস্থানীয় ব্যক্তি। গুয়েতেমালার তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান একই কারণে নিষেধাজ্ঞা পেয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে গিনির সাবেক প্রেসিডেন্ট আলফা কোনডেও নিধষধাজ্ঞার তালিকায় রয়েছেন। মাহাসা আমিনের মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভের ইস্যুতে ইরানের তিন ব্যক্তি মানবাধিকার লঙ্ঘনের দায়ে এ তালিকায় রয়েছেন। দুর্নীতির দায়ে মালির এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের দায়ে ফিলিপাইনের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। ইউক্রেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করার রাশিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। একই ইস্যুতে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতের কয়েকজন নিষেধাজ্ঞা পেয়েছেন।
এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের অধীনে থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্ক রাখা বা লেনদেন করতে পারবে না।