সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

খুলনা প্রেসক্লাবের সদস্যদের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ক্লাবের সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। এ সময়ে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান, ক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, মোহাম্মদ আলী সনি, মোঃ জাহিদুল ইসলাম, বাপ্পী খান, দেবব্রত রায়, শেখ শামসুদ্দীন দোহা, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, এজাজ আলী,  মোঃ নাজমুল হাসান, মোঃ আসাফুর রহমান কাজল, একরামুল হোসেন লিপু, এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ হাসানুর রহমান তানজির, ইমাম হোসেন সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রতিযোগিতায় সদস্যদের উইকেটে বল নিক্ষেপ খেলায় প্রথম হয়েছেন মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), দ্বিতীয় হয়েছেন মোঃ মেহেদী হাচান  এবং তৃতীয় স্থান অর্জন করেন শেখ কামরুল আহসান ।
অপরদিকে সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন ক্লাবের অস্থায়ী সদস্য আরাফাত হোসেন অনিক, দ্বিতীয় হয়েছেন সদস্য আল মাহমুদ প্রিন্স এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ)।
প্রতিযোগিতার খেলা সমূহ পরিচালনা করেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিলন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন