সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সনাক- খুলনা’র আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

প্রকাশিত: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা,টিআইবি এর আয়োজনে শুক্রবার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম এ ‘দুর্নীতিঃ দুর্নীতি সুচক-প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনাক-খুলনা এর সভাপতি মনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক-খুলনা এর সহ সভাপতি নাসরীন হায়দার, দিবসের উপর টিআইবি এর ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য রোজী রহমান, আলোচনানুষ্ঠানে বিষয় ভিত্তিক প্রারম্ভিক আলোচনা উপস্থাপন করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির। তিনি দুর্নীতি সুচক নির্ধারণ কর্রার জটিল প্রক্রিয়াটি খুব সহজ ও সাবলীল ভাবে উপস্থাপন করেন। এর পর শুরু আলোচনা, প্রথমেই আলোচনা করেন সনাক সদস্য ফেরদৌসী আলী, তিনি দুর্নীতি কমাতে সম্মিলিত ভাবে কাজ করার উপর বিশেষ জোর দেন। সনাক সদস্য এ্যাড. কুদরত-ই-খুদা বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং তিনি দুর্নীতি কমানোর জন্য নতুন প্রজন্মের ভুমিকার কথা উল্লেখ করে শিশুদের পাঠ্য বইয়ে দুর্নীতির বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ বলেন একজন কৃষক দুর্নীতি করেন না, যারা অর্থ পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করছে সেটাকে গুরুত্বের সাথে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর পর শুরু হয় মুক্ত আলোচনা। মুক্ত আলোচনায় বক্তারা বর্তমান সময়ে দুর্নীতির বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন এভাবে দুর্নীতি চলমান থাকলে বাংলাদেশের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে, আমাদের সমন্বিত ভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। অনুস্থানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসিরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ, সনাক, ইয়েস ও এসিজি সদস্যগন। সর্বশেষ আলোচনানুষ্ঠানের সভাপতি জনাব মনোয়ারা বেগম দুর্নীতি প্রতিরোধের জন্য আমাদের তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানান, উপস্থিত সনাক খুলনার সহযোগী ইয়েস ও এসিজির সদস্যরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেবে বলে এই আশাবাদ ব্যাক্ত করে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন