সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ কাম ফর আনপ্রিভিলিজড্ চাইল্ড (সি ইউ সি) খুলনা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আমাদের সমাজে যারা একটু দারিদ্রতার সঙ্গে জীবন যাপন করছেন তারা অনেক কিছু থেকে বঞ্চিত থাকে। সংসারের বাহিরে সুযোগ পায়না সীমাবদ্ধতার মধ্যে থাকেন। তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন। আগামী ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিইউসি স্কুল,৬১, সাউথ সেন্ট্রাল রোড, খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি এর আয়োজনে অনুষ্ঠিত হবে সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে রান্না প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত থাকবেন খুলনার প্রসিদ্ধ দুইজন জনপ্রিয় রন্ধন শিল্পী।
CHEF RAZIA SULTANA
Certified trainer & assessor, level 4 (BTEB) .
Food & beverage production level 3 (NSDA)
Chef Salina Akter Shela
Certified Trainer as Worldchefs-World Association of chefs society, Sustainability Education.Level 2 -(BTEB),
এবং CHEF MOUSUMI RASHID,,Bakery and pastry production – NSDA- Level-3 Food Cadets.Dhaka.
সুবিধা বঞ্চিত শিশুদের পরিবারের সাথে সম্পর্ক ও মনোবল বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।
কাম ফর আনপ্রিভিলিজড্ চাইল্ড (সি ইউ সি) খুলনার সভাপতি মোঃ শাহিন হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।