সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত, নোটিশে অধ্যক্ষের নামের বানান ভুল

প্রকাশিত: বুধবার, জুলাই ১৭, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া স্থগিতের নোটিশে অধ্যক্ষের নামের বানান ভুল হয়েছে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার খুলনা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান  ছিল। কিন্তু বুধবার কলেজের অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এই অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়। এদিকে কলেজের একাধিক চিঠিতে অধ্যক্ষের নাম  প্রফেসর কে এম তৌহিদুর রহমান উল্লেখ থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিতের নোটিশে অধ্যক্ষের নাম  প্রফেসর কে এম তৌহিদুর রহমনা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের অফিসিয়াল নাম্বারে একাধিক বার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন