মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খুলনায় রাসটিকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রকাশিত: সোমবার, জানুয়ারী ২৯, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু বলেছেন, শীতার্থ মানুষের পাশে সকলকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে শীতার্থ মানুষেরাও এই সমাজের মানুষ। তাদেরকে দেখার দায়িত্ব আমাদের সকলের। সরকার বিভিন্নভাবে এসব মানুষকে সহযোগিতা করছে। তবে তা সুষ্ঠভাবে বিতরণ করতে পারলে এই সংকট থাকবে না। প্রয়োজন সঠিকভাবে বিতরণ।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রাসটিক আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সোমবার বিকেলে নগরীর সোনাডাঙ্গাস্থ আলীর ক্লাব মোড়স্থ রাসটিক কার্যালয় চত্বরে সংস্থার চেয়ারম্যান মো: মুনওয়ার হোসাইন মইনুল এর সহযোগিতায় শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাসটিকের নারী ও শিশু বিষয়ক প্রকল্প পরিচালক মিসেস কবিরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন রাসটিকের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
এসময় বিশিষ অতিথি ছিলেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মো: এবারত আলী, বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত লস্কর, কমরেড রুস্তম আলী হাওলাদার,১৮ নং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস হাসিনা গফ্ফার, পরেশ কুমার সাহা, মো: আলী আকবর, মো: রানা প্রমুখ।

আসুন আমরা সবাই অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, এবং তাদের এই শীতে কষ্ট লাঘবের জন্য একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন