বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, জানুয়ারী ১৭, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা বুধবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
সভায় কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন ক্লাবের ২০২৪ সালের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ফারুক আহমেদ ও এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, রকিব উদ্দিন পান্নু, সোহরাব হোসেন, মিজানুর রহমান মিলটন ও বিমল সাহা, ক্লাব সদস্য আতিয়ার রহমান, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম ফরিদ রানা, শেখ আব্দুল্লাহ প্রমুখ।
সভায় ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।