সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ Seven Hills Foundation USA এর সহযোগিতায় sustainable development Salem adolescent girls training centre এর শিশু কিশোরদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন রাসটিক এর আয়োজনে শীতবস্ত্র কম্বল ও স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল তিনটায় নগরীর সোনাডাঙ্গাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন রাসটিক এর আয়োজনে seven Hills Foundation USA এর সহযোগিতায় Dr. kathee Jordan vocational training center এর শিশু কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র কম্বল ও ইস্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। সংগঠনের সদস্য বিশিষ্ট নারী নেত্রী মিসেস কবিরা বেগমের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজ সেবক ও নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু। এসময়ে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসটিক এনজিওর নির্বাহী পরিচালক স্বর্ণপদক প্রাপ্ত অশোকা ফেলো, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ।
এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ এবারত আলী, সংগঠনের মোল্লা শওকত হোসেন, মোঃ আরিফুর রহমান, মোঃ আলী আকবর সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।