বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান করা হবে ১৮ জানুয়ারি

প্রকাশিত: মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩’ প্রদান করা হবে। এ উপলক্ষে আগামী ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩’ এর রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ড এর আহবায়ক ও আঞ্চলিক তথ্য অফিস খুলনা’র উপ প্রধান তথ্য কর্মকর্তা এ, এস, এম কবীর এবং সদস্য সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩’ পরিচালনার জন্য গঠিত অনারারী ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিক রহমান এবং জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক সারা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন