বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের কর্মী ও সাধারণ ভোটাররা নৌকার বাইরে ভোট দিবেনা- সালাম মুর্শেদী এমপি

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রুপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী সোমবার (২৫ ডিসেম্বর) দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজারের বিভিন্ন স্থান গণসংযোগ শেষে মাঝিরগাতি হাটে জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ছোয়া গ্রাম থেকে গ্রামান্তর পৌঁছেছে। সাধারণ জনগণের এর সুফল ভোগ করছেন। দলের কর্মী ও সাধারণ জনগণ ৭ জানুয়ারি নৌকার বাইরে ভোট দিবেনা। তারা বুজতে পেরেছে নৌকায ভোট না দিলে এলাকার উন্নয়ন সম্ভব নয়।

উক্ত জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী হেলালের সভাপতিত্বে গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুপদ সরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ,গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু,গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান ,গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য মোল্লা হামীম হোসেন ,গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারন সম্পাদক রুবেল সরদার,বুলু শেখ ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আলমগীর হোসেন ,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল মোল্লা ,কানন বালা ,খুকু মনি,ছাত্রলীগ নেতা মিসকাত হোসেন,সেলিম মোল্লা, খোকন মেম্বার,রুবেল মেম্বার,সোহাগ মেম্বার, চিত্ত মেম্বার সহ প্রমুখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন