বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) থেকে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন খুলনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন মূর্শেদী।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আধুনিক খুলনা-৪ (রুপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের রুপকার ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি’কে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।
১৯৭০-এর দশকে খুলনার ইয়ং বয়েজ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেন সালাম মূর্শেদী। ওই দশকের শেষ দিকে ঢাকার আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে জ্যেষ্ঠ বিভাগ ফুটবল লীগে খেলা শুরু করেন। ১৯৭৯ সালে বিজেএমসি দলের হয়ে খেলে দলটিকে লীগ শিরোপা জয়লাভ করতে সাহায্য করেন। ১৯৮০ সালে ঢাকা মোহামেডানে যোগদান করেন মূর্শেদী। মোহামেডানের হয়ে তিনি ১৯৮০ ও ১৯৮২ সালে লীগ শিরোপা এবং ১৯৮০ সাল থেকে টানা ৪ বার ফেডারেশন কাপ শিরোপা জেতেন।
১৯৮২ সালে মূর্শেদী তার খেলোয়াড়ি জীবনে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত আশিস-জব্বার গোল্ড কাপে ১০টি গোল করার মধ্য দিয়ে মৌসুম শুরু করেন। ওই মৌসুমে ঢাকা মোহামেডানের হয়ে শিরোপা জয়লাভ করার পাশাপাশি উক্ত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন। এরপর ঢাকা লীগে তিনি এক মৌসুমে ২৭টি গোল করে একটি নতুন রেকর্ড গড়েন। ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান বাংলাদেশের সাবেক তারকা ফরোয়ার্ড।