সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়েটে রিসার্চ হাব বিল্ডিং ও রিসার্চ হাব কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ রিসার্চ হাব বিল্ডিং ও রিসার্চ হাব কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

০৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ০৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন সংলগ্ন রিসার্চ হাব বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ ও এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম।

সকাল ১০টায় রিসার্চ হাব বিল্ডিং এর সভাকক্ষে রিসার্চ হাব কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের প্রজেক্ট লিডার এবং জার্মানীর বাহস ইউনিভার্সিটি বাউমার এর প্রফেসর ড. ইঞ্জি. ইকার্ড ক্রাফট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বোর্ড অব ডিরেক্টরস এর সেক্রেটারী গ্রেগর বায়স্টক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রজেক্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন